33 তাঁদের সংগে গেলেন অসরিয়, ইষ্রা, মশুল্লম,
34-36 যিহূদা, বিন্যামীন, শময়িয় ও যিরমিয়। এছাড়া তূরী হাতে কয়েকজন পুরোহিতও গেলেন। এঁরা হলেন সখরিয় এবং তাঁর সহকর্মী শময়িয়, অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি। সখরিয়ের পূর্বপুরুষেরা ছিলেন যোনাথন, শময়িয়, মত্তনিয়, মীখায়, সক্কুর ও আসফ। এঁরা ঈশ্বরের লোক দায়ূদের কথামত নানারকম বাজনা নিয়ে চললেন। ধর্ম-শিক্ষক ইষ্রা এই দলের আগে আগে চললেন।
37 ফোয়ারা-ফটকের কাছে যেখানে দেয়াল উপরের দিকে উঠে গেছে সেখানে তাঁরা সোজা দায়ূদ-শহরে উঠবার সিঁড়ি দিয়ে উঠে দায়ূদের বাড়ীর পাশ দিয়ে পূর্ব দিকে জল-ফটকে গেলেন।
38 দ্বিতীয় গানের দলটা উল্টা দিকে এগিয়ে গেল। আমি বাকী অর্ধেক লোক নিয়ে দেয়ালের উপর দিয়ে তাদের পিছনে পিছনে গেলাম। তারা তুন্দুর-দুর্গ পার হয়ে চওড়া দেয়াল পর্যন্ত গেল।
39 তারপর ইফ্রয়িম-ফটক, যিশানা-ফটক, মাছ-ফটক, হননেলের দুর্গ ও হম্মেয়ার দুর্গের পাশ দিয়ে মেষ-ফটক পর্যন্ত গেল। তারপর পাহারাদার-ফটকের কাছে গিয়ে তারা থামল।
40 যে দু’টি গানের দল ধন্যবাদ দিয়েছিল তারা তারপর ঈশ্বরের ঘরের মধ্যে তাদের জায়গায় গিয়ে দাঁড়াল। আমিও তা-ই করলাম আর আমার সংগে রইলেন উঁচু পদের কর্মচারীদের মধ্য থেকে অর্ধেক লোক।
41 ইলীয়াকীম, মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলিয়ৈনয়, সখরিয় ও হনানিয় নামে পুরোহিতেরা তাঁদের তূরী নিয়ে আমার সংগে রইলেন।