জবুর 57 MBCL

কাওয়ালী পরিচালকের জন্য। সুর- “ধ্বংস কোরো না।” হযরত দাউদের একটা মিক্‌তাম। বাদশাহ্‌ তালুতের কাছ থেকে পালিয়ে গিয়ে হযরত দাউদ যখন গুহায় আশ্রয় নেন, কাওয়ালীটি সেই সময়কার।

1 আমার প্রতি দয়া কর;হে আল্লাহ্‌, আমার প্রতি তুমি দয়া কর,কারণ তোমার মধ্যেই আমি আশ্রয় নিয়েছি।তোমার ডানার ছায়ার আশ্রয়ে আমি থাকবযতদিন না আমার উপর থেকে এই বিপদের ঝড় সরে যায়।

2 আমি আল্লাহ্‌তা’লাকে ডাকব;যিনি আমাকে দেওয়া তাঁর সব কথাই রক্ষা করেনআমি তাঁকেই ডাকব।

3 বেহেশত থেকে তাঁর সাহায্য নেমে আসবে;যারা আমাকে তাড়া করে বেড়ায়তাদের দোষের কথা বলতে তিনি ছাড়বেন না। [সেলা]আল্লাহ্‌র কাছ থেকে তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা নেমে আসবে।

4 ক্ষুধায় পাগল সিংহের মত লোকদের মাঝখানে আমি শুয়ে আছি;তাদের দাঁত যেন বর্শা আর তীর,আর জিভ্‌ ধারালো তলোয়ার।

5 হে আল্লাহ্‌, তোমার মহিমা আসমান ছাপিয়ে উঠুক;তোমার গৌরব সমস্ত দুনিয়ার উপরে দেখা দিক।

6 তারা আমার চলার পথে জাল পেতেছে;জুলুমে আমি ভেংগে পড়েছিলাম;তারা আমার পথে গর্ত খুঁড়েছে,কিন্তু তারা নিজেরাই তাতে পড়েছে। [সেলা]

7 হে আল্লাহ্‌, আমার মন স্থির আছে, টলে নি;আমি কাওয়ালী গাইব, কাওয়ালীর সুর তুলব।

8 হে আমার অন্তর, জেগে ওঠো;বীণা ও সুরবাহার, জেগে ওঠো;আমি ভোরকে জাগিয়ে তুলব।

9 হে মালিক, বিভিন্ন জাতির সামনে আমি তোমাকে শুকরিয়া জানাব,তাদের মধ্যে তোমার উদ্দেশে কাওয়ালী গাইব;

10 কারণ তোমার অটল মহব্বত যেন আসমান ছুঁয়েছে,তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।