17 তার মহিমা প্রথমে জন্মানো ষাঁড়ের মত,তার মাথায় রয়েছে বুনো ষাঁড়ের শিং।তা দিয়ে সে গুঁতাবে দুনিয়ার সব জাতিকে,এমন কি, এর শেষ সীমানার জাতিকেও।এই রকমই হবে আফরাহীমের লক্ষ লক্ষআর মানশার হাজার হাজার লোক।”
18 সবূলূন সম্বন্ধে তিনি বলেছিলেন,“সবূলূন বাইরের কাজে খুশী হোক,আর ইষাখর খুশী হোক ঘরের কাজে।
19 লোকদের তারা পাহাড়ের ধারে ডাকবে;সেখানে যোগ্য মনোভাব নিয়ে তারা পশু-কোরবানী দেবে।সাগর থেকে তারা তুলবে সাগরের ধন,আর বালি থেকে তুলে আনবে বালির তলার ধন।”
20 গাদ সম্বন্ধে তিনি বলেছিলেন,“ধন্য তিনি, যিনি গাদের রাজ্যের সীমা বাড়াবেন।সে সিংহের মত বসবেআর শত্রুর মাথা ও হাত ছিঁড়বে।
21 সব জায়গার সেরা জায়গা সে বেছে নিয়েছে;নেতার যোগ্য পাওনা তার জন্য রাখা আছে।যুদ্ধে জমায়েত হওয়া সর্দারদের মধ্যেসে-ই মাবুদের ন্যায়-ভরা হুকুম পালন করেছে,পালন করেছে ইসরাইলকে দেওয়া মাবুদের নিয়ম।”
22 দান সম্বন্ধে তিনি বলেছিলেন,“সে যেন বাশন থেকে লাফিয়ে আসা সিংহের বাচ্চা।”
23 নপ্তালি সম্বন্ধে তিনি বলেছিলেন,“নপ্তালি মাবুদের মমতায় পূর্ণ;তাঁরই দোয়ায় সে পূর্ণ হয়ে উঠেছে।তুমি তোমার সীমানার মধ্যে নিয়ে এসগালীল সাগর ও তার দক্ষিণের দেশ।”