26 মাবুদ উদ্ধার না করা পর্যন্তনীরবে অপেক্ষা করা ভাল।
27 যৌবন কালে জোয়াল বহন করা মানুষের জন্য ভাল।
28 মাবুদই সেই জোয়াল তার উপর দিয়েছেন,তাই সে একা চুপ করে বসে থাকুক।
29 সে ধুলাতে মুখ ঢাকুক,হয়তো আশা থাকতেও পারে।
30 যে তাকে মারছে তার কাছে সে গাল পেতে দিক,নিজেকে অপমানে পূর্ণ হতে দিক।
31 দীন-দুনিয়ার মালিক তো চিরদিনের জন্য মানুষকে দূর করে দেন না।
32 যদি বা তিনি দুঃখ দেন,তবুও তাঁর অটল মহব্বত অনুসারে তিনি মমতা করবেন,