29 সে ধুলাতে মুখ ঢাকুক,হয়তো আশা থাকতেও পারে।
30 যে তাকে মারছে তার কাছে সে গাল পেতে দিক,নিজেকে অপমানে পূর্ণ হতে দিক।
31 দীন-দুনিয়ার মালিক তো চিরদিনের জন্য মানুষকে দূর করে দেন না।
32 যদি বা তিনি দুঃখ দেন,তবুও তাঁর অটল মহব্বত অনুসারে তিনি মমতা করবেন,
33 কারণ তিনি ইচ্ছা করেমানুষকে কষ্ট কিংবা মনোদুঃখ দেন না।
34 দেশের সব বন্দীদের পায়ে দলানো,
35 আল্লাহ্তা’লার সামনে মানুষের অধিকারকে অস্বীকার করা,