17 আল্লাহ্র রথ হাজার হাজার, লক্ষ লক্ষ;দীন-দুনিয়ার মালিক সেগুলোর মধ্যে পবিত্র জায়গায় আছেন,যেমন তিনি তুর পাহাড়ে ছিলেন।
18 যখন তুমি বেহেশতে উঠলেতখন পরাজিত বন্দীদের চালিয়ে নিয়ে গেলে।লোকদের মধ্যে, এমন কি, বিদ্রোহীদের মধ্যে থাকার সময়তোমার কাছে অনেক দান এসেছিল,যাতে তুমি, হে আল্লাহ্ মাবুদ, তাদের মধ্যে থাকতে পার।
19 দীন-দুনিয়ার মালিকের সমস্ত প্রশংসা হোক।তিনি প্রতিদিনই আমাদের বোঝা বইছেন;তিনিই আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্। [সেলা]
20 আমাদের আল্লাহ্ এমন আল্লাহ্ যিনি উদ্ধার করেন;আল্লাহ্ মালিক মৃত্যু থেকে রক্ষা করেন।
21 আল্লাহ্ নিঃসন্দেহে তাঁর শত্রুদের মাথা চুরমার করে দেবেন;যারা গুনাহে পড়ে থাকে সেই সব লোকদের চুলে ভরা মাথাতিনি চুরমার করে দেবেন।
22 দীন-দুনিয়ার মালিক বললেন,“আমি বাশন দেশ থেকে তাদের নিয়ে আসব;সমুদ্রের তলা থেকে তাদের তুলে আনব,
23 যাতে তোমার পা তোমার শত্রুদের রক্ত দলে যায়আর তোমার কুকুরগুলো যেন তা ইচ্ছামত চেটে খেতে পারে।”