5 তুমি মানুষকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ,তারা স্বপ্নের মত;তারা যেন সকাল বেলার ঘাস, নতুন করে বেড়ে ওঠা ঘাস।
6 সকালে তা গজিয়ে উঠে বেড়ে উঠতে থাকে;সন্ধ্যায় তা শুকিয়ে শেষ হয়ে যায়।
7 তোমার গজবে আমরা শেষ হয়ে যাই;তোমার জ্বলন্ত রাগে ভীষণ ভয় পাই।
8 আমাদের অন্যায় তুমি তোমার সামনে রেখে থাক;তোমার উপস্থিতির নূরে আমাদের গোপন গুনাহ্ প্রকাশ পায়।
9 তোমার ভীষণ রাগের নীচে আমাদের দিন কেটে যায়;নিঃশ্বাসের মতই আমাদের বছরগুলো শেষ হয়ে যায়।
10 আমাদের আয়ু মাত্র সত্তর বছর,শক্তি থাকলে আশি বছরও হয়;আমাদের আয়ু যতই হোক না কেনতাতে থাকে কেবল দুঃখ আর কষ্ট;বছর চলে যায় চোখের পলকে আর আমরাও শেষ হয়ে যাই।
11 তোমার রাগের শক্তি কে বুঝতে পারে?কতজনের অন্তরে তোমার পাওনা ভয় আছে,যাতে তারা তোমার ক্রোধ বুঝতে পারে?