10 এই কথা শুনে বালাক বালামের উপর রেগে আগুন হয়ে উঠলেন। তিনি হাতে হাত চাপড়ে তাঁকে বললেন, “আমার শত্রুদের বদদোয়া দেবার জন্য আমি আপনাকে ডেকে এনেছিলাম কিন্তু এই নিয়ে তিনবার আপনি তাদের দোয়া করলেন।
11 আপনি এক্ষুনি বাড়ী চলে যান। আমি আপনাকে অনেক পুরস্কার দেব বলেছিলাম কিন্তু মাবুদ তা আপনাকে পেতে দিলেন না।”
12 জবাবে বালাম বালাককে বললেন, “আমি কি আপনার পাঠানো লোকদের বলি নি যে,
13 যদিও বালাক সোনা-রূপায় ভরা রাজবাড়ীটা আমাকে দেন তবুও আমার নিজের ইচ্ছায় আমি ভাল-মন্দ কিছুই করতে পারব না বা মাবুদের হুকুমের বাইরে যেতে পারব না, আর মাবুদ যা বলবেন কেবল তা-ই আমাকে বলতে হবে?
14 আমি এখন আমার লোকদের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু তার আগে আমি আপনাকে সাবধান করে বলে দিয়ে যাচ্ছি এই জাতি ভবিষ্যতে আপনার জাতির প্রতি কি করবে।”
15 বালাম তখন আল্লাহ্র দেওয়া এই কালাম বলতে লাগলেন:“বাউরের ছেলে বালাম এই কথা বলছে,যার চোখ খোলা রয়েছে সে এই কথা বলছে,
16 যে লোক আল্লাহ্র কালাম শুনছেআর আল্লাহ্তা’লার কাছ থেকে জ্ঞান পাচ্ছে,যে সর্বশক্তিমানের দেওয়া দর্শন দেখছে,যে সেজদায় পড়েছে,আর যার চোখের ঠুলি খুলে গেছে,সে এই কথা বলছে: