10 সদাপ্রভু বলছেন, “মরু-এলাকায় আংগুর ফল পাবার মত করেই ইস্রায়েলকে আমি খুঁজে পেয়েছিলাম; প্রথমবার ফল দেওয়া ডুমুর গাছের আগাম ফলের মতই তোমাদের পূর্বপুরুষদের দেখেছিলাম। কিন্তু তারা বাল-পিয়োরের কাছে গিয়ে সেই লজ্জাপূর্ণ প্রতিমার কাছে নিজেদের দিয়ে দিয়েছিল এবং তাদের প্রিয় প্রতিমার মতই তারা জঘন্য হয়ে পড়েছিল।