1 ইষ্রা যখন ঈশ্বরের ঘরের সামনে উবুড় হয়ে প্রার্থনা ও পাপ স্বীকার করছিলেন ও কাঁদছিলেন তখন ইস্রায়েলীয়দের পুরুষ, স্ত্রীলোক ও ছেলেমেয়ের একটা মস্ত বড় দল তাঁর কাছে জড়ো হয়েছিল। তারাও খুব কাঁদছিল।
2 তখন এলমের এক বংশধর যিহীয়েলের ছেলে শখনিয় ইষ্রাকে বললেন, “আমাদের দেশে বাসকারী অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করে আমরা আমাদের ঈশ্বরের কাছে অবিশ্বস্ত হয়েছি; কিন্তু তা হলেও ইস্রায়েলীয়দের এখনও আশা আছে।
3 এখন আসুন, আমাদের ঈশ্বরের সামনে আমরা এই প্রতিজ্ঞা করি যে, আমার কর্তা আপনার পরামর্শ অনুসারে ও আমাদের ঈশ্বরের আদেশকে যাঁরা ভয় করেন তাঁদের পরামর্শ অনুসারে আমরা এই সমস্ত স্ত্রীদের ও তাদের ছেলেমেয়েদের ত্যাগ করব। আইন-কানুন অনুসারেই তা করা হোক।
4 আপনি উঠুন; এই বিষয় নিয়ে কাজ করা তো আপনারই দায়িত্ব। আমরা আপনাকে সাহায্য করব, কাজেই আপনি সাহসী হয়ে কাজ করুন।”
5 তখন ইষ্রা উঠলেন এবং সেই কথা অনুসারে কাজ করবার জন্য প্রধান পুরোহিতদের, লেবীয়দের ও সেখানে একত্র হওয়া ইস্রায়েলীয়দের শপথ করালেন। তারা সবাই শপথ করল।
6 তারপর ইষ্রা ঈশ্বরের ঘরের সামনে থেকে ইলীয়াশীবের ছেলে যিহোহাননের কামরায় গেলেন। তিনি সেখানে খাবার বা জল কিছুই খেলেন না, কারণ বন্দীদশা থেকে ফিরে আসা লোকদের অবিশ্বস্ততার জন্য তিনি শোক করছিলেন।