1 তুমি তোমার টাকা খাটাও,কারণ অনেক দিন পরে তা আবার ফিরে পাবে।
2 তোমার ধন নানাভাবে খাটাও,কারণ পৃথিবীতে কি বিপদ আসবে তা তো তুমি জান না।
3 মেঘ যদি জলে ভরা থাকেতবে তা থেকে পৃথিবীতে বৃষ্টি পড়ে।গাছ দক্ষিণে কি উত্তরে পড়ুক,যেখানে পড়বে সেখানেই পড়ে থাকবে।
4 যে লোক উপযুক্ত বাতাসের জন্য অপেক্ষা করেতার বীজ বোনা হয় না;যে লোক উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা করেতার ফসল কাটা হয় না।
5 কেমন করে মায়ের গর্ভের শিশুর মধ্যে আত্মা প্রবেশ করেতা যেমন তুমি জান না,তেমনি সব কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বরের কাজওতুমি বুঝতে পার না।
6 তোমার বীজ সকালে বোনো,বিকালেও তোমার হাতকে সেই কাজ করতে দিয়ো,কারণ কোন্ সময়ের কাজ সফল হবেনাকি দু’টাই সমানভাবে ভাল হবে,তা তো তুমি জান না।