1 তোমার যৌবনকালেই তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর,কারণ বৃদ্ধ বয়সের দিনগুলো আসছে,অর্থাৎ দুঃখের দিনগুলো আসছে যখন তুমি বলবে,“আমার এই বৃদ্ধকালে আমার কোন আনন্দ নেই।”
2 সেই সময় সূর্য, আলো, চাঁদ আর তারাগুলোঅন্ধকার হয়ে যাবে,আর বৃষ্টির পরে মেঘ আবার ফিরে আসবে।
3 সেই সময় ঘরের রক্ষাকারীরা কাঁপবে,আর শক্তিশালী লোকেরা কুঁজা হয়ে যাবে;যারা গম পেষে তারা লোক অল্প বলে কাজ ছেড়ে দেবে,আর জানলা দিয়ে যারা দেখততারা আর ভালভাবে দেখতে পাবে না।
4 সেই সময় রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে;এতে গম পেষার আওয়াজ মিলিয়ে যাবে,পাখীর শব্দে বুড়ো লোক জেগে উঠবে,আর গান-বাজনার আওয়াজ কমে যাবে।
5 সেই সময় উঁচু জায়গায় আর রাস্তায় যেতে সে ভয় পাবে।তখন বাদাম গাছে ফুল ধরবে,ফড়িং টেনে টেনে হাঁটবেএবং কামনা-বাসনা আর উত্তেজিত হবে না।তারপর সে চলে যাবে তার অনন্তকালের বাড়ীতে,আর বিলাপকারীরা পথে পথে ঘুরবে।
6 রূপার তার ছিঁড়ে যাওয়ার আগে,কিম্বা সোনার পাত্র ভেংগে যাওয়ার আগে,ফোয়ারার কাছে কলসী চুরমার করার আগে,কিম্বা কূয়ার জল তোলার চাকা ভেংগে যাওয়ার আগেতোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর।
7 মাটি মাটিতেই ফিরে যাবে,আর যে আত্মা ঈশ্বর দিয়েছেনসেই আত্মা তাঁর কাছেই ফিরে যাবে।
8 উপদেশক বলছেন, “অসার, অসার, সব কিছুই অসার!”
9 উপদেশক নিজে জ্ঞানী ছিলেন এবং তিনি লোকদেরও জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক চলতি কথা সাজিয়েছেন।
10 তিনি উপযুক্ত শব্দের খোঁজ করেছেন, আর তিনি যা লিখেছেন তা খঁাঁটি ও সত্যি কথা।
11 জ্ঞানী লোকদের কথা রাখালের খোঁচানো লাঠির মত। তাঁদের কথাগুলো একত্র করলে মনে হয় যেন সেগুলো সব শক্ত করে গাঁথা পেরেক। সেই সব একজন রাখালের দেওয়া কথা।
12 ছেলে আমার, এই কথার সংগে কিছু যোগ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে সতর্ক থেকো। বই লেখার শেষ নেই আর অনেক পড়াশোনায় শরীর ক্লান্ত হয়।
13 এখন সব কিছু তো শোনা হল; তবে শেষ কথা এই যে, ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করবার ও তাঁর সব আদেশ পালন করবার মধ্য দিয়ে মানুুষের সমস্ত কর্তব্য পালন করা হয়।
14 ঈশ্বর প্রত্যেকটি কাজের, এমন কি, প্রত্যেকটি গোপন ব্যাপারের বিচার করবেন- তা ভাল হোক বা মন্দ হোক। ॥ভব