12 আমি তোমার যাদুবিদ্যা নষ্ট করব; মায়াবিদ্যা ব্যবহারকারীরা আর তোমার মধ্যে থাকবে না।
13 তোমার মধ্য থেকে আমি খোদাই করা মূর্তিগুলো এবং তোমার পূজার সব খুঁটি নষ্ট করে ফেলব; তোমার হাতে গড়া জিনিসকে তুমি আর পূজা করবে না।
14 আমি তোমার মধ্য থেকে সব আশেরা-খুঁটি উপ্ড়ে ফেলব এবং তোমার শহরগুলো ভেংগে ফেলব।
15 যে জাতিরা আমার বাধ্য হয় নি আমি ভীষণ ক্রোধে তাদের উপর প্রতিশোধ নেব।”