11 তোমার উড়ন্ত তীরের ঝল্কানিতেআর বিদ্যুতের মত তোমার বর্শার চম্কানিতেআকাশে সূর্য ও চাঁদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
12 ক্রোধে তুমি পৃথিবীর মধ্য দিয়ে এগিয়ে গেলেআর অসন্তোষে জাতিদের পায়ে মাড়ালে।
13 তোমার লোকদের উদ্ধার করতে,তোমার অভিষিক্ত লোককে রক্ষা করতেতুমি বের হয়ে আসলে।তুমি দুষ্টদের দেশের নেতাকে আঘাত করলে,তার দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলে।[সেলা]
14 যখন তার যোদ্ধারা আমাদের ছড়িয়ে দেবার জন্যভীষণভাবে আক্রমণ করল,তখন তারা তাদের মতই আনন্দ করছিলযারা গোপনে দুঃখীদের গ্রাস করে আনন্দ পায়।কিন্তু তুমি তাদের নেতাকে তারই বর্শা দিয়ে বিঁধলে।
15 তোমার পরিচালনায় ঘোড়াগুলো সাগর মাড়িয়ে গেলআর মহাজলের রাশিকে তোলপাড় করল।
16 সেই শব্দ শুনে আমি কাঁপতে লাগলাম,আমার ঠোঁটও কেঁপে উঠল;আমি দুর্বল হয়ে পড়লামআর আমার পা কাঁপতে লাগল।তবুও আমি সেদিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবযেদিন আমাদের আক্রমণকারীদের উপর বিপদ আসবে।
17 যদিও ডুমুর গাছে কুঁড়ি ধরবে নাআর আংগুর লতায় থাকবে না কোন আংগুর,যদিও জলপাই গাছে ফল ধরবে নাআর ক্ষেতে জন্মাবে না খাবারের জন্য কোন শস্য,যদিও ভেড়ার খোঁয়াড়ে থাকবে না ভেড়াআর গোয়াল ঘরে থাকবে না গরু,