নহিমিয়া 11:17-23 MBCL

17 এঁরা ছাড়া ছিলেন মিকাহ্‌র ছেলে মত্তনিয়, যিনি শুকরিয়া ও মুনাজাত পরিচালনার কাজে প্রধান ছিলেন। মিকাহ্‌র পূর্বপুরুষেরা ছিলেন সব্দি ও আসফ। এঁদের সংগে ছিলেন বক্‌বুকিয়, যিনি তাঁর সহকর্মীদের মধ্যে দ্বিতীয়। আরও ছিলেন শম্মুয়ের ছেলে অব্দ; শম্মুয়ের পূর্বপুরুষেরা ছিলেন গালল ও যিদূথূন।

18 পবিত্র শহরের লেবীয়দের মোট সংখ্যা ছিল দু’শো চুরাশী।

19 দরজা-রক্ষীরা হল অক্কুব, টল্‌মোন ও তাদের সংগীরা। এরা একশো বাহাত্তর জন লোক দরজাগুলো পাহারা দিত।

20 বনি-ইসরাইলদের বাকী লোকেরা, ইমামেরা ও লেবীয়রা এহুদার সমস্ত শহর ও গ্রামের মধ্যে প্রত্যেকে যে যার পূর্বপুরুষের জায়গা-জমিতে বাস করত।

21 বায়তুল-মোকাদ্দসের খেদমতকারীরা ওফল পাহাড়ে বাস করত। তাদের দেখাশোনার ভার ছিল সীহ ও গীষ্পের উপর।

22 জেরুজালেমে লেবীয়দের প্রধান কর্মচারী ছিলেন বানির ছেলে উষি। বানির পূর্বপুরুষেরা ছিলেন হশবিয়, মত্তনীয়, মিকাহ্‌ ও আসফ। আসফের বংশের লোকেরা কাওয়াল হিসাবে আল্লাহ্‌র ঘরে এবাদত-কাজ করতেন।

23 বাদশাহ্‌র হুকুমের অধীনে ছিলেন এই কাওয়ালেরা। সেই হুকুম দ্বারাই তাঁদের প্রতিদিনকার কাজ ঠিক করা হত।