নহিমিয়া 11:25-31 MBCL

25 এহুদা-গোষ্ঠীর লোকেরা যে সব গ্রাম ও সেগুলোর ক্ষেত-খামারগুলোতে বাস করত তা হল কিরিয়ৎ-অর্ব ও তার আশেপাশের গ্রামগুলো, দীবোন ও তার আশেপাশের গ্রামগুলো, যিকব্‌-সেল ও তার আশেপাশের গ্রামগুলো,

26 ইউসা, মোলাদা, বৈৎ-পেলট,

27 হৎসর-শুয়াল, বের্‌-শেবা ও তার আশেপাশের গ্রামগুলো,

28 সিক্লগ, মকোনা ও তার আশেপাশের গ্রামগুলো,

29 ঐন্‌-রিম্মোন, সরা, যর্মূত,

30 সানোহ, অদুল্লম ও সেগুলোর আশেপাশের গ্রামগুলো, লাখীশ ও তার আশেপাশের গ্রামগুলো এবং অসেকা ও তার আশেপাশের গ্রামগুলো। তারা বের্‌-শেবা থেকে শুরু করে হিন্নোম উপত্যকা পর্যন্ত সমস্ত জায়গায় বাস করত।

31 বিন্যামীন-গোষ্ঠীর লোকেরা যে সব গ্রামে বাস করত সেগুলো হল গেবা, মিক্‌মস, অয়া, বেথেল ও তার আশেপাশের গ্রামগুলো,