41 অনার ছেলে হল দিশোন। দিশোনের ছেলেরা হল হম্রণ, ইশ্বন, যিত্রণ ও করাণ।
42 এৎসরের ছেলেরা হল বিল্হন, সাবন ও যাকন। দীশনের ছেলেরা হল আওস ও অরাণ।
43 বনি-ইসরাইলদের মধ্যে রাজশাসন শুরুহবার আগে ইদোম দেশে যে সব বাদশাহ্রা রাজত্ব করেছিলেন তাঁদের নাম এই: বাউরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিন্হাবা।
44 বেলার ইন্তেকালের পরে তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব বাদশাহ্ হয়েছিলেন।
45 যোববের ইন্তেকালের পরে তাঁর জায়গায় তৈমনীয়দের দেশের হূশম বাদশাহ্ হয়েছিলেন।
46 হূশমের ইন্তেকালের পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্ বাদশাহ্ হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মাদিয়ানীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।
47 হদদের ইন্তেকালের পরে তাঁর জায়গায় মস্রেকা শহরের সম্ল বাদশাহ্ হয়েছিলেন।