19 তাঁদের পূর্বপুরুষ হারুনকে দেওয়া ইসরাইলের মাবুদ আল্লাহ্র নির্দেশ অনুসারে হারুন তাঁদের জন্য যে নিয়ম ঠিক করে দিয়েছিলেন সেইমত মাবুদের ঘরে গিয়ে এবাদত-কাজ করবার জন্য এইভাবে তাঁদের পালা ঠিক করা হল।
20-21 লেবি-গোষ্ঠীর বাকী বংশগুলোর কথা এই:ইমরানের বংশের শবূয়েল ও রহবিয় ছিলেন বংশের পিতা; শবূয়েলের বংশ-নেতা যেহদিয় ও রহবিয়ের বংশ-নেতা যিশিয়।
22 যিষ্হরের বংশের পিতা শলোমীৎ ও শলোমীতের বংশ-নেতা যহৎ।
23 হেবরনের বংশের মধ্যে প্রথম যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল এবং চতুর্থ যিকমিয়াম ছিলেন বংশের পিতা।
24-25 ঊষীয়েলের বংশের মিকাহ্ ও যিশিয় ছিলেন বংশের পিতা; মিকাহ্র বংশ-নেতা শামীর ও যিশিয়ের বংশ-নেতা জাকারিয়া।
26 মরারির ছেলে মহলি, মূশি ও যাসিয়;
27 যাসিয়ের বংশের বিনো শোহম, শক্কুর ও ইব্রি ছিলেন বংশের পিতা।