11 যিহোশাফটের ছেলে যিহোরাম, যিহোরামের ছেলে অহসিয়, অহসিয়ের ছেলে যোয়াশ,
12 যোয়াশের ছেলে অমৎসিয়, অমৎসিয়ের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোথম,
13 যোথমের ছেলে আহস, আহসের ছেলে হিষ্কিয়, হিষ্কিয়ের ছেলে মানশা,
14 মানশার ছেলে আমোন ও আমোনের ছেলে ইউসিয়া।
15 ইউসিয়ার প্রথম ছেলে যোহানন, দ্বিতীয় যিহোয়াকীম, তৃতীয় সিদিকিয়, চতুর্থ শল্লুম।
16 যিহোয়াকীমের ছেলেরা হল যিকনিয় ও সিদিকিয়।
17 বন্দী যিকনিয়ের ছেলেরা হল শল্টীয়েল,