5 এইজন্য দাগোনের পুরোহিত এবং অন্য যে সব লোক অস্দোদের দাগোনের মন্দিরে ঢোকে তারা আজ পর্যন্ত কেউই সেই মন্দিরের দরজার চৌকাঠের উপর পা দেয় না।
6 মাবুদ অস্দোদ ও তার আশেপাশের জায়গার লোকদের মলদ্বারের মধ্যে টিউমার-রোগ দিয়ে ভীষণভাবে আঘাত করে তাদের মেরে ফেললেন।
7 এই অবস্থা দেখে অস্দোদের লোকেরা বলল, “আমরা বনি-ইসরাইলদের আল্লাহ্র সিন্দুক আমাদের কাছে আর রাখব না, কারণ তিনি আমাদের ও আমাদের দেবতা দাগোনকে ভীষণভাবে আঘাত করছেন।”
8 কাজেই তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সব শাসনকর্তাদের এক জায়গায় ডেকে এনে জিজ্ঞাসা করল, “ইসরাইলীয়দের আল্লাহ্র সিন্দুকটা নিয়ে আমরা কি করব?”তাঁরা বললেন, “ইসরাইলীয়দের আল্লাহ্র সিন্দুকটা গাৎ শহরে নিয়ে যাওয়া হোক।” তাতে অস্দোদের লোকেরা বনি-ইসরাইলদের আল্লাহ্র সিন্দুকটি গাৎ শহরে নিয়ে গেল।
9 তারা সিন্দুকটি সেখানে নিয়ে গেলে পর মাবুদ সেই শহরের বিরুদ্ধে হাত উঠালেন। তাতে সেখানকার লোকেরা ভীষণ ভয় পেল। তিনি শহরের ছোট-বড় সব লোককে আঘাত করলেন, আর তাতে সকলের সেই টিউমার-রোগ হল।
10 তখন তারা আল্লাহ্র সিন্দুকটি ইক্রোণ শহরে পাঠিয়ে দিল।আল্লাহ্র সিন্দুকটি ইক্রোণে নেওয়া হলে পর ইক্রোণের লোকেরা চিৎকার করে বলল, “আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলবার জন্যই এরা বনি-ইসরাইলদের আল্লাহ্র সিন্দুক আমাদের কাছে নিয়ে এসেছে।”
11 তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সব শাসনকর্তাদের এক জায়গায় ডেকে এনে বলল, “ইসরাইলীয়দের আল্লাহ্র সিন্দুকটি এখান থেকে পাঠিয়ে দিন। ওটা তার নিজের জায়গাতেই ফিরে যাক। তা না হলে ওটা আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলবে।” আল্লাহ্ সেই শহরকে ভীষণভাবে আঘাত করাতে লোকদের মনে মৃত্যুর দারুণ ভয় ঢুকেছিল।