ইউসা 1:8 MBCL

8 এই তৌরাত কিতাবের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমার মুখে থাকে। এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পার সেইজন্য দিনরাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে। তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার উন্নতি হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 1

প্রেক্ষাপটে ইউসা 1:8 দেখুন