9-10 তাদের এই জায়গাটা শুরু হয়েছে অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের শহর থেকে এবং ঐ উপত্যকার মাঝখানের গ্রাম থেকে। তার মধ্যে রয়েছে দীবোন পর্যন্ত মেদবার সমস্ত সমভূমি এবং অম্মোনীয়দের দেশের সীমানা পর্যন্ত হিষ্বোনের আমোরীয় বাদশাহ্ সীহোনের সমস্ত গ্রামগুলো।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 13