ইষ্টের 3:8 MBCL

8 হামান তখন বাদশাহ্‌ জারেক্সেসকে বলল, “আপনার রাজ্যের সমস্ত বিভাগের বিভিন্ন জাতির মধ্যে একটা জাতি ছড়িয়ে রয়েছে। অন্য সব জাতি থেকে তাদের নিয়ম-কানুন আলাদা এবং তারা বাদশাহ্‌র আইন মানে না। কাজেই তাদের বাঁচতে দেওয়া বাদশাহ্‌র পক্ষে ভাল হবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইষ্টের 3

প্রেক্ষাপটে ইষ্টের 3:8 দেখুন