1 সেই রাতে বাদশাহ্ ঘুমাতে পারছিলেন না। তিনি হুকুম দিলেন যেন তাঁর রাজ্যের ইতিহাস বইখানা তাঁর কাছে আনা হয়। তারপর সেই বইটি তাঁকে পড়ে শোনানো হল।
2 সেখানে দেখা গেল বিগ্থন ও তেরশ নামে বাদশাহ্র দু’জন দারোয়ান যখন বাদশাহ্ জারেক্সেসকে হত্যা করবার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর বাদশাহ্কে দিয়েছিলেন।
3 বাদশাহ্ জিজ্ঞাসা করলেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে?”তাঁর কর্মচারীরা জবাবে বলল, “কিছুই করা হয় নি।”
4 বাদশাহ্ বললেন, “দরবারে কে আছে?” মর্দখয়ের জন্য হামান যে ফাঁসিকাঠ তৈরী করেছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা বাদশাহ্কে বলবার জন্য ঠিক সেই সময়েই সে রাজবাড়ীর বাইরের দরবারে এসেছিল।
5 বাদশাহ্র কর্মচারীরা বলল, “হামান দরবারে দাঁড়িয়ে আছেন।”বাদশাহ্ বললেন, “হামান ভিতরে আসুক।”