নহিমিয়া 1:11 MBCL

11 হে মালিক, মিনতি করি, তোমার এই গোলামের মুনাজাতে এবং যারা তোমার নাম ভয়ের সংগে স্মরণ করে তোমার সেই গোলামদের মুনাজাতে তুমি কান দাও। তোমার গোলামকে আজ সফলতা দান কর এবং এই বাদশাহ্‌র কাছে মমতার পাত্র কর।”আমি বাদশাহ্‌র আংগুর-রস পরিবেশনকারী ছিলাম।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন নহিমিয়া 1

প্রেক্ষাপটে নহিমিয়া 1:11 দেখুন