11 তার সব লোকেরা কাত্রাতে কাত্রাতে খাবারের তালাশ করছে;নিজেদের বাঁচিয়ে রাখবার জন্যতারা খাবারের বদলে তাদের মূল্যবান জিনিস দিয়ে দিয়েছে।জেরুজালেম বলছে, “হে মাবুদ, তাকাও, ভেবে দেখ,আমাকে তুচ্ছ করা হয়েছে।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 1
প্রেক্ষাপটে মাতম 1:11 দেখুন