19 ওঠো, রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কেঁদে ওঠো;মাবুদের সামনে পানির মত ঢেলে দাও তোমার দিল।তোমার ছেলেমেয়েরা যারা খিদের জ্বালায়রাস্তার মোড়ে মোড়ে অজ্ঞান হয়ে পড়ছে,তাদের জীবন বাঁচাবার জন্য তাঁর উদ্দেশে তোমার হাত তোল।”
সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 2
প্রেক্ষাপটে মাতম 2:19 দেখুন