16 মাবুদ নিজেই তাদের ছড়িয়ে দিয়েছেন;তিনি তাদের প্রতি আর মনোযোগ দেন না।লোকে ইমামদের সম্মান দেখায় না,দয়া করে না বৃদ্ধ নেতাদের।
17 তবুও সাহায্যের জন্য মিথ্যাই তাকিয়ে থেকে থেকেআমাদের চোখ দুর্বল হয়ে পড়েছে;আমরা অনবরত এমন এক জাতির দিকে তাকিয়ে ছিলামযে জাতি আমাদের রক্ষা করতে পারত না।
18 লোকে আমাদের জন্য ওৎ পেতে থাকত,তাই আমরা আমাদের খোলা জায়গাগুলোতে হাঁটতে পারতাম না।আমাদের শেষ কাল কাছে এসেছিল, আমাদের দিনগুলো ফুরিয়ে গিয়েছিল,কারণ আমাদের শেষ সময় উপস্থিত হয়েছিল।
19 আমাদের যারা তাড়া করততারা আকাশের ঈগল পাখীর চেয়েও বেগে যেত;তারা পাহাড়ে পাহাড়ে আমাদের তাড়া করতআর মরুভূমিতে ওৎ পেতে থাকত আমাদের জন্য।
20 যিনি মাবুদের অভিষিক্ত, যিনি আমাদের জীবন্তবায়ু,তিনি তাদের ফাঁদে ধরা পড়েছিলেন;কিন্তু আমরা ভেবেছিলাম তাঁর ছায়াতেজাতিদের মধ্যে আমরা বাস করব।
21 আওস দেশে বাসকারিণী হে ইদোম-কন্যা,তুমি আনন্দ কর, খুশী হও;কিন্তু তোমাকেও সেই পেয়ালা দেওয়া হবে;তুমি মাতাল ও উলংগ হবে।
22 হে সিয়োন্তকন্যা, তোমার শাস্তি শেষ হবে;তিনি তোমাকে আর বন্দীদশায় ফেলে রাখবেন না;কিন্তু হে ইদোম-কন্যা, তিনি তোমার অন্যায়ের শাস্তি দেবেনএবং তোমার গুনাহ্ প্রকাশ করবেন।