9 দুর্ভিক্ষে মরার চেয়ে বরং যুদ্ধে মরা ভাল;আমার লোকেরা ক্ষেতের শস্যের অভাবেখিদের যন্ত্রণায় ক্ষয় হয়ে যাচ্ছে।
10 স্নেহময়ী স্ত্রীলোকেরা নিজের হাতে তাদের সন্তানদের রান্না করেছে।আমার লোকদের ধ্বংসের সময়তাদের সন্তানেরাই তাদের খাবার হয়েছিল।
11 মাবুদ তাঁর রাগকে পুরোপুরিই বের করেছেন;তাঁর জ্বলন্ত গজব তিনি ঢেলে দিয়েছেন।তিনি সিয়োনে আগুন জ্বেলেছেন;তা তার ভিত্তিগুলো পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে।
12 বাদশাহ্রা কিংবা দুনিয়ার কোন লোকই বিশ্বাস করত না যে,জেরুজালেমের দরজা দিয়ে কোন শত্রু বা বিপক্ষ ঢুকতে পারে।
13 এই ঘটনা ঘটেছিল তার নবীদের গুনাহের জন্য,তার ইমামদের অন্যায়ের জন্য,কারণ সেখানেই তারা সৎ লোকদের রক্তপাত করত।
14 তাই তারা অন্ধদের মত রাস্তায় রাস্তায় হাঁত্ড়ে বেড়িয়েছে;তারা এমনভাবে রক্তে নাপাক হয়েছে যে,কেউ তাদের কাপড় ছুঁতে চাইত না।
15 লোকে চিৎকার করে তাদের বলেছে,“সরে যাও, তোমরা নাপাক।সরে যাও, সরে যাও, আমাদের ছুঁয়ো না।”তারা পালিয়ে গিয়ে ঘুরে বেড়িয়েছে;অন্যান্য জাতির লোকেরা বলেছে,“তারা এখানে আর থাকতে পারবে না।”