10 আমাদের চামড়া তুন্দুরের মত গরম;খিদের জ্বালায় জ্বর জ্বর বোধ করি।
11 সিয়োনে স্ত্রীলোকদের নষ্ট করা হয়েছে;এহুদার গ্রাম ও শহরে নষ্ট করা হয়েছে অবিবাহিতা মেয়েদের।
12 উঁচু পদের কর্মচারীদের হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে;বৃদ্ধ নেতাদের সম্মান দেখানো হয় নি।
13 যুবকদের জাঁতা ঘুরিয়ে পরিশ্রম করতে হচ্ছে;ছোট ছেলেরা কাঠের বোঝার ভারে টলমল করছে।
14 শহর-দরজার কাছে বৃদ্ধ নেতারা আর বসেন না;যুবকেরা বাজনা বাজানো থামিয়েছে।
15 আমাদের দিল থেকে আনন্দ চলে গেছেআমরা নাচের বদলে শোক করছি।
16 আমাদের মাথা থেকে তাজ পড়ে গেছে।ঘৃণ্য আমরা, কারণ আমরা গুনাহ্ করেছি!