6 যথেষ্ট খাবার পাবার জন্যআমরা মিসর ও আশেরিয়ার অধীন হয়েছি।
7 আমাদের পূর্বপুরুষেরা গুনাহ্ করেছিলেন;তাঁরা এখন আর নেই,কিন্তু আমরা তাঁদের শাস্তি বহন করছি।
8 গোলামেরা আমাদের শাসন করছে;তাদের হাত থেকে আমাদের উদ্ধার করবার কেউ নেই।
9 মরুভূমিতে ডাকাতদের ভয়েপ্রাণের ঝুঁকি নিয়ে আমরা খাবার জোগাড় করি।
10 আমাদের চামড়া তুন্দুরের মত গরম;খিদের জ্বালায় জ্বর জ্বর বোধ করি।
11 সিয়োনে স্ত্রীলোকদের নষ্ট করা হয়েছে;এহুদার গ্রাম ও শহরে নষ্ট করা হয়েছে অবিবাহিতা মেয়েদের।
12 উঁচু পদের কর্মচারীদের হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে;বৃদ্ধ নেতাদের সম্মান দেখানো হয় নি।