9 তোমার ধনুক তুমি তুলে নিলেআর তোমার কালাম অনুসারে শাস্তি দেবার জন্যলাঠিগুলো কসম খেয়েছে। সেলাতুমি দুনিয়াকে ভাগ করে দিলে নদনদী দিয়ে।
10 পাহাড়-পর্বত তোমাকে দেখে কেঁপে উঠল।ভীষণ পানির স্রোত বয়ে গেল;গভীর পানি গর্জন করে উঠলআর তার ঢেউগুলো উপরে তুলল।
11 তোমার উড়ন্ত তীরের ঝল্কানিতেআর বিদ্যুতের মত তোমার বর্শার চম্কানিতেআসমানে সূর্য ও চাঁদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
12 ক্রোধে তুমি দুনিয়ার মধ্য দিয়ে এগিয়ে গেলেআর রাগে জাতিদের পায়ে মাড়ালে।
13 তোমার বান্দাদের উদ্ধার করতে,তোমার অভিষিক্ত লোককে রক্ষা করতেতুমি বের হয়ে আসলে।তুমি দুষ্টদের দেশের নেতাকে আঘাত করলে,তার দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলে। [সেলা]
14 যখন তার যোদ্ধারা আমাদের ছড়িয়ে দেবার জন্যভীষণভাবে আক্রমণ করল,তখন তারা তাদের মতই আনন্দ করছিলযারা গোপনে দুঃখীদের গ্রাস করে আনন্দ পায়।কিন্তু তুমি তাদের নেতাকে তারই বর্শা দিয়ে বিঁধলে।
15 তোমার পরিচালনায় ঘোড়াগুলো সাগর মাড়িয়ে গেলআর মহাজলের রাশিকে তোলপাড় করল।