1 হেদায়েতকারীর কথা; তিনি জেরুজালেমের বাদশাহ্ এবং দাউদের ছেলে।
2 তিনি বলছেন, “অসার, অসার!কোন কিছুই স্থায়ী নয়।সব কিছুই অসার!”
3 সূর্যের নীচে মানুষ যে পরিশ্রম করেসেই সব পরিশ্রমে তার কি লাভ?
4 এক পুরুষ চলে যায়,আর এক পুরুষ আসে,কিন্তু দুনিয়া চিরকাল থাকে।
5 সূর্য ওঠে, সূর্য অস্ত যায়,আর তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে গিয়েআবার সেখান থেকে ওঠে।