9 যা হয়ে গেছে তা আবার হবে,যা করা হয়েছে তা আবার করা হবে;সূর্যের নীচে নতুন বলতে কিছু নেই।
10 এমন কিছু থাকতে পারে যার বিষয় লোকে বলে,“দেখ, এটা নতুন।”কিন্তু ওটা তো অনেক আগে থেকেই ছিল,আমাদের কালের আগেই ছিল।
11 আগেকার কালের লোকদের কথা কারও মনে নেই;যারা ভবিষ্যতে জন্মাবে তাদের কথাওতারা মনে রাখবে না যারা তাদের পরে জন্মাবে।
12 আমি হেদায়েতকারী; আমি জেরুজালেমে ইসরাইলের উপরে বাদশাহ্ ছিলাম।
13 আসমানের নীচে যা কিছু করা হয় তা জ্ঞান দ্বারা পরীক্ষা ও খোঁজ করবার জন্য আমি মন স্থির করলাম। দেখলাম, কি ভারী কষ্টই না আল্লাহ্ মানুষের উপর চাপিয়ে দিয়েছেন!
14 সূর্যের নীচে যা কিছু করা হয় তা সবই আমি দেখলাম; দেখলাম সমস্তই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
15 যা বাঁকা তা সোজা করা যায় না;যা অসম্পূর্ণ তা সম্পূর্ণ করা যায় না।