হেদায়েতকারী 2:26 MBCL

26 আল্লাহ্‌কে যে সন্তুষ্ট করে তাকে তিনি জ্ঞান, বুদ্ধি ও আনন্দ দান করেন, কিন্তু গুনাহ্‌গারকে তিনি ধন-সম্পদ যোগাড় করবার ও তা জমাবার কাজ দেন, যাতে সে তা সেই লোককে দিয়ে যায় যে আল্লাহ্‌কে সন্তুষ্ট করে। এটাও অসার, বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হেদায়েতকারী 2

প্রেক্ষাপটে হেদায়েতকারী 2:26 দেখুন