1 আল্লাহ্র ঘরে যাবার সময় তোমার পা সাবধানে ফেলো। যারা নিজেদের অন্যায় বোঝে না সেই বোকা লোকদের মত কোরবানী দেবার চেয়ে বরং আল্লাহ্র বাধ্য হওয়া ভাল।
2 তোমার মুখ তাড়াতাড়ি করে কথা না বলুক; আল্লাহ্র কাছে তাড়াতাড়ি করে কোন কথা বোলো না। আল্লাহ্ বেহেশতে আছেন আর তুমি আছ দুনিয়াতে, তাই তোমার কথা যেন অল্প হয়।
3 অনেক ভাবনা-চিন্তা থাকলে লোকে যেমন স্বপ্ন দেখে তেমনি অনেক কথা বললে বোকামি বের হয়ে আসে।
4 আল্লাহ্র কাছে কোন মানত করলে তা পূর্ণ করতে দেরি কোরো না। বোকা লোকদের নিয়ে তিনি কোন আনন্দ পান না। তোমার মানত পূর্ণ কোরো।
5 মানত করে তা পূরণ না করবার চেয়ে বরং মানত না করাই ভাল।
6 তোমার মুখ যেন তোমাকে গুনাহের পথে নিয়ে না যায়। “আমার মানত করা ভুল হয়েছে,” এই কথা এবাদত-খানার খেদমতকারীকে বোলো না। তোমার কথার জন্য কেন আল্লাহ্ রেগে গিয়ে তোমার হাতের কাজ নষ্ট করে ফেলবেন?