20 দুনিয়াতে এমন কোন সৎ লোক নেইযে সব সময় ভাল কাজ করে, কখনও গুনাহ্ করে না।
21 লোকে যা বলে তার সব কথায় কান দিয়ো না,হয়তো শুনবে যে, তোমার চাকর তোমাকে বদদোয়া দিচ্ছে;
22 কারণ তুমি তো তোমার দিলে জান যে,অনেকবার তুমি নিজেই অন্যদের বদদোয়া দিয়েছ।
23 এই সব আমার জ্ঞান দিয়ে আমি পরীক্ষা করে দেখে বললাম,“আমি জ্ঞানী হবই হব।”কিন্তু তা আমার নাগালের বাইরে।
24 জীবনের প্রকৃত অর্থ খুবই গভীর,তা নাগালের বাইরে;কে তা খুঁজে পেতে পারে?
25 সেইজন্য আমি মন স্থির করলামযাতে জ্ঞান ও সব কিছুর পিছনে যে পরিকল্পনা আছেতা জানতে পারি এবং পরীক্ষা ও খোঁজ করে দেখতে পারি,আর বুঝতে পারি যে, দুষ্টতা হল বোকামিআর নির্বুদ্ধিতা হল বিচারবুদ্ধিহীনতা।
26 আমি দেখলাম, মৃত্যুর চেয়েও তেতো হল সেই স্ত্রীলোক,যার দিল একটা ফাঁদ ও জাল আর হাত দু’টা শিকল।যে লোক আল্লাহ্কে সন্তুষ্ট করেসে তার হাত থেকে নিজেকে রক্ষা করবে,কিন্তু গুনাহ্গারকে সে ফাঁদে ফেলবে।