2 কাজেই আমি তাকে একশো আশি গ্রাম রূপা ও নব্বই কেজি যব দিয়ে কিনে আনলাম।
3 তারপর আমি তাকে বললাম, “আমার সংগে সহবাস করবার জন্য তোমাকে অনেক দিন অপেক্ষা করতে হবে। তুমি জেনা করবে না কিংবা কোন লোকের সংগে ভালবাসার সম্পর্ক করবে না। আমিও তোমার জন্য অপেক্ষা করব।”
4 ঠিক এইভাবে বনি-ইসরাইলরা অনেক দিন পর্যন্ত বাদশাহ্, নেতা, কোরবানী, পূজার পাথর, এফোদ এবং মূর্তি ছাড়াই থাকবে।
5 তার পরে তারা তাদের মাবুদ আল্লাহ্র ও তাদের বাদশাহ্ দাউদের দিকে ফিরবে। কেয়ামতের সময়ে তারা মাবুদের দোয়া পাবার জন্য ভয়ে ভয়ে তাঁর কাছে আসবে।