১ খান্দাননামা 1:25-27-36 MBCL

25-27 শালেখের ছেলে আবের, আবেরের ছেলে ফালেজ, ফালেজের ছেলে রাউ, রাউর ছেলে সারূজ, সারূজের ছেলে নাহুর, নাহুরের ছেলে তারেখ ও তারেখের ছেলে ইব্রাম, অর্থাৎ ইব্রাহিম।

28-31 ইব্রাহিমের ছেলেরা হল ইসহাক ও ইসমাইল। তাঁদের বংশের কথা এই: ইসমাইলের বড় ছেলে নাবায়ুত, তার পরে কায়দার, অদ্‌বেল, মিব্‌সম, মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।

32 ইব্রাহিমের উপস্ত্রী কাতুরার ছেলেরা হল সিম্রণ, যক্‌ষণ, মদান, মাদিয়ান, যিশ্‌বক ও শূহ। যক্‌ষণের ছেলেরা হল সাবা ও দদান।

33 মাদিয়ানের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্‌দায়া। এরা সবাই ছিল কাতুরার ছেলে ও নাতি।

34 ইব্রাহিমের ছেলে ইসহাকের ছেলেরা হল ইস্‌ আর ইসরাইল।

35 ইসের ছেলেরা হল ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম ও কারুন।

36 ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস এবং তিম্নার গর্ভে আমালেক।