১ খান্দাননামা 10:4 MBCL

4 তালুত তখন তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “তোমার তলোয়ার বের করে আমার শরীরটা এফোঁড়-ওফোঁড় করে দাও। তা না হলে ঐ খৎনা-না-করানো লোকেরা এসে আমাকে অপমান করবে।”কিন্তু তাঁর অস্ত্র বহনকারী লোকটি তা করতে রাজী হল না, কারণ সে খুব ভয় পেয়েছিল। তখন তালুত তাঁর নিজের তলোয়ার নিয়ে নিজেই তার উপরে পড়লেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 10

প্রেক্ষাপটে ১ খান্দাননামা 10:4 দেখুন