5 কাজেই কিরিয়ৎ-যিয়ারীম থেকে আল্লাহ্র সিন্দুক নিয়ে আসবার জন্য দাউদ মিসরের সীহোর নদী থেকে হামার সীমা পর্যন্ত সমস্ত বনি-ইসরাইলদের একত্র করলেন।
6 এহুদা দেশের বালা, অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম থেকে মাবুদ আল্লাহ্র সিন্দুকটি নিয়ে আসবার জন্য দাউদ ও তাঁর সংগে সমস্ত বনি-ইসরাইল সেখানে গেলেন। এই সিন্দুকটি মাবুদের নামে পরিচিত, কারণ তিনি সেখানে কারুবীদের মাঝখানে থাকেন।
7 লোকেরা অবীনাদবের বাড়ী থেকে আল্লাহ্র সিন্দুকটি বের করে একটা নতুন গাড়ির উপরে বসিয়ে নিয়ে চলল। উষঃ ও অহিয়ো সেই গাড়িটা চালাচ্ছিল,
8 আর দাউদ ও সমস্ত বনি-ইসরাইল মাবুদের সামনে তাঁদের সমস্ত শক্তি দিয়ে নেচে নেচে কাওয়ালী গাইছিলেন এবং সুরবাহার, বীণা, খঞ্জনী, করতাল ও শিংগা বাজাচ্ছিলেন।
9 তাঁরা কীদোনের খামারের কাছে আসলে পর বলদ দু’টা উচোট খেল আর উষঃ সিন্দুকটা ধরবার জন্য হাত বাড়াল।
10 এতে উষের উপর মাবুদ রাগে জ্বলে উঠলেন। সিন্দুকে হাত দেওয়ার দরুন তিনি তাকে আঘাত করলেন। এতে সে আল্লাহ্র সামনেই সেখানে মারা গেল।
11 উষের উপর মাবুদের এই রাগ দেখে দাউদ অসন্তুষ্ট হলেন। আজও সেই জায়গাটাকে বলা হয় পেরষ-উষঃ।