9 তাঁরা কীদোনের খামারের কাছে আসলে পর বলদ দু’টা উচোট খেল আর উষঃ সিন্দুকটা ধরবার জন্য হাত বাড়াল।
10 এতে উষের উপর মাবুদ রাগে জ্বলে উঠলেন। সিন্দুকে হাত দেওয়ার দরুন তিনি তাকে আঘাত করলেন। এতে সে আল্লাহ্র সামনেই সেখানে মারা গেল।
11 উষের উপর মাবুদের এই রাগ দেখে দাউদ অসন্তুষ্ট হলেন। আজও সেই জায়গাটাকে বলা হয় পেরষ-উষঃ।
12 দাউদ সেই দিন আল্লাহ্কে খুব ভয় করলেন। তিনি বললেন, “আল্লাহ্র সিন্দুকটি তবে কি করে আমার কাছে আনা যাবে?”
13 সিন্দুকটি তিনি দাউদ-শহরে নিজের কাছে নিয়ে গেলেন না। তিনি সেটি নিয়ে গাতীয় ওবেদ-ইদোমের বাড়ীতে রাখলেন।
14 আল্লাহ্র সিন্দুকটি তিন মাস ওবেদ-ইদোমের বাড়ীতে তার পরিবারের কাছে রইল। এতে মাবুদ তার পরিবারকে ও তার সব কিছুকে দোয়া করলেন।