17 তিনি তাঁর ব্যবস্থা ইয়াকুবের কাছে নিয়ম হিসাবেআর ইসরাইলের কাছে চিরস্থায়ী ব্যবস্থা হিসাবেঘোষণা করেছিলেন।
18 তিনি বলেছিলেন, “আমি তোমাকে কেনান দেশটা দেব,সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”
19 তাদের সংখ্যা যখন কম ছিল, খুবই কম ছিল,আর তারা সেখানে বিদেশী ছিল,
20 তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যেআর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,
21 তখন তিনি কাউকে তাদের জুলুম করতে দিতেন না।তাদের জন্য তিনি বাদশাহ্দের ধম্কে দিতেন,
22 বলতেন, “আমার অভিষিক্ত বান্দাদের ছোঁবে না;আমার নবীদের কোন ক্ষতি করবে না।”
23 দুনিয়ার সব লোক, তোমরা মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও;তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন ঘোষণা কর।