১ খান্দাননামা 16:21-27 MBCL

21 তখন তিনি কাউকে তাদের জুলুম করতে দিতেন না।তাদের জন্য তিনি বাদশাহ্‌দের ধম্‌কে দিতেন,

22 বলতেন, “আমার অভিষিক্ত বান্দাদের ছোঁবে না;আমার নবীদের কোন ক্ষতি করবে না।”

23 দুনিয়ার সব লোক, তোমরা মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও;তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন ঘোষণা কর।

24 বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা ঘোষণা কর;সমস্ত লোকের মধ্যে তাঁর সব অলৌকিক কাজের কথা ঘোষণা কর।

25 মাবুদই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য;সব দেব-দেবীর চেয়ে তিনি বেশী ভয় জাগান।

26 বিভিন্ন জাতির দেব-দেবী অসার মাত্র,কিন্তু মাবুদ আসমানের সৃষ্টিকর্তা।

27 তাঁকেই ঘিরে রয়েছে প্রশংসা ও মহিমা;তাঁর বাসস্থানে রয়েছে কুদরত ও আনন্দ।