১ খান্দাননামা 16:26-32 MBCL

26 বিভিন্ন জাতির দেব-দেবী অসার মাত্র,কিন্তু মাবুদ আসমানের সৃষ্টিকর্তা।

27 তাঁকেই ঘিরে রয়েছে প্রশংসা ও মহিমা;তাঁর বাসস্থানে রয়েছে কুদরত ও আনন্দ।

28 হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী,স্বীকার কর সমস্ত প্রশংসা ও কুদরত মাবুদেরই।

29 তোমরা স্বীকার কর সমস্ত প্রশংসা মাবুদের;কোরবানীর জিনিস নিয়ে তাঁর সামনে এস।মাবুদের মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবেতাঁর এবাদত কর।

30 দুনিয়ার সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।দুনিয়া অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না।

31 আসমান আনন্দ করুক, দুনিয়া খুশী হোক;বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “মাবুদই রাজত্ব করেন।”

32 সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক;মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক।