27 তাঁকেই ঘিরে রয়েছে প্রশংসা ও মহিমা;তাঁর বাসস্থানে রয়েছে কুদরত ও আনন্দ।
28 হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী,স্বীকার কর সমস্ত প্রশংসা ও কুদরত মাবুদেরই।
29 তোমরা স্বীকার কর সমস্ত প্রশংসা মাবুদের;কোরবানীর জিনিস নিয়ে তাঁর সামনে এস।মাবুদের মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবেতাঁর এবাদত কর।
30 দুনিয়ার সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।দুনিয়া অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না।
31 আসমান আনন্দ করুক, দুনিয়া খুশী হোক;বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “মাবুদই রাজত্ব করেন।”
32 সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক;মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক।
33 তাহলে বনের গাছপালাও মাবুদের সামনে আনন্দে গজল গাইবে,কারণ তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।