১ খান্দাননামা 16:35-41 MBCL

35 তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌,আমাদের উদ্ধার কর;অন্যান্য জাতিদের মধ্য থেকেতুমি আমাদের এক জায়গায় নিয়ে এসে আমাদের রক্ষা কর,যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে শুকরিয়া জানাতে পারিআর তোমার গুণগান করতে পারছি বলে গর্ববোধ করতে পারি।

36 সৃষ্টির আগে থেকে আখেরাত পর্যন্তইসরাইলের মাবুদ আল্লাহ্‌র প্রশংসা হোক।”এর পর সব লোকেরা বলল, “আমিন, মাবুদের প্রশংসা হোক।”

37 প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত এবাদত-কাজের জন্য দাউদ মাবুদের সাক্ষ্য-সিন্দুকের কাছে আসফ ও তাঁর লোকদের রেখে গেলেন।

38 তাদের সাহায্য করবার জন্য তিনি ওবেদ-ইদোম ও তাঁর আটষট্টিজন লোককেও রেখে গেলেন। যিদূথূনের ছেলে ওবেদ-ইদোম ও হোষা ছিলেন রক্ষী।

39 দাউদ গিবিয়োনের এবাদতের উঁচু স্থানে মাবুদের আবাস-তাম্বুর সামনে ইমাম সাদোক ও তাঁর সংগের ইমামদের রেখে গেলেন।

40 এর উদ্দেশ্য ছিল মাবুদ বনি-ইসরাইলদের যে শরীয়ত দিয়েছিলেন তাতে যা যা লেখা ছিল সেই অনুসারে যেন তাঁরা মাবুদের উদ্দেশে কোরবানগাহের উপর প্রতিদিন সকালে ও বিকালে নিয়মিতভাবে পোড়ানো-কোরবানী দিতে পারেন।

41 তাঁদের সংগে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা মাবুদের চিরকাল স্থায়ী অটল মহব্বতের জন্য তাঁকে শুকরিয়া জানাতে পারে।