1 ইসরাইলের ছেলেরা হল রূবেণ, শিমিয়োন, লেবি, এহুদা, ইষাখর, সবূলূন,
2 দান, ইউসুফ, বিন্ইয়ামীন, নপ্তালি, গাদ ও আশের। এহুদার বংশ-তালিকা
3 এহুদার ছেলেরা হল এর, ওনন ও শেলা। এই তিনজন ছিল বৎ-শূয়ার গর্ভের সন্তান। বৎ-শূয়া ছিল একজন কেনানীয় স্ত্রীলোক। এর নামে এহুদার বড় ছেলে মাবুদের চোখে খারাপ হওয়াতে তিনি তাকে মেরে ফেললেন।
4 এহুদার ছেলের স্ত্রী তামরের গর্ভে এহুদার ছেলে পেরস ও সেরহের জন্ম হয়েছিল। এহুদার মোট পাঁচটি ছেলে ছিল।
5 পেরসের ছেলেরা হল হিষ্রোণ ও হামূল।
6 সেরহের ছেলেরা হল শিম্রি, এথন, হেমন, কল্কোল ও দারা। এরা ছিল মোট পাঁচজন।