১ খান্দাননামা 2:17-24 MBCL

17 অবীগল ছিলেন অমাসার মা, আর ইসমাইলীয় যেথর ছিলেন অমাসার পিতা।

18 হিষ্রোণের ছেলে কালুবায়ের স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে ছেলেমেয়ে হয়েছিল। অসূবার ছেলেরা হল যেশর, শোবব ও অর্দোন।

19 অসূবা মারা গেলে কালুবায় ইফ্রাথাকে বিয়ে করলেন। ইফ্রাথার গর্ভে হূরের জন্ম হয়েছিল।

20 হূরের ছেলে ঊরি ও ঊরির ছেলে বৎসলেল।

21 পরে হিষ্রোণ ষাট বছর বয়সে মাখীরের মেয়েকে, অর্থাৎ গিলিয়দের বোনকে বিয়ে করে তার সংগে সহবাস করেছিল। সেই স্ত্রীর গর্ভে সগূবের জন্ম হল।

22-23 সগূবের ছেলের নাম যায়ীর। সগূব ও যায়ীর ছিল গিলিয়দের পিতা মাখীরের বংশের লোক। গিলিয়দ এলাকায় যায়ীরের অধীনে তেইশটা গ্রাম ছিল। কিন্তু গশূর ও সিরিয়া এসে হব্বৎ-যায়ীর, কনাৎ ও তার আশেপাশের গ্রামগুলো, অর্থাৎ ষাটটা গ্রাম অধিকার করে নিল।

24 হিষ্রোণ কালুত-ইফ্রাথায় মারা গেলে পর তাঁর স্ত্রী অবিয়ার গর্ভে তাঁর ছেলে অসহূরের জন্ম হয়েছিল। অসহূর তকোয় নামে একটা গ্রাম গড়ে তুলেছিল।