১ খান্দাননামা 26:1-8 MBCL

1 রক্ষীদের বিভিন্ন দলে ভাগ করা হয়েছিল। কারুনীয়দের মধ্য থেকে আসফের বংশের কোরির ছেলে মশেলিমিয়া ছিলেন বংশ-পিতা।

2 মশেলিমিয়ার ছেলেরা হল, প্রথম জাকারিয়া, দ্বিতীয় যিদীয়েল, তৃতীয় সবদিয়, চতুর্থ যৎনীয়েল,

3 পঞ্চম ইলাম, ষষ্ঠ যিহোহানন, সপ্তম ইলিহৈনয়।

4-5 ওবেদ-ইদোম ছিলেন বংশ-পিতা। আল্লাহ্‌ ওবেদ-ইদোমকে আটজন ছেলে দিয়ে দোয়া করেছিলেন। তাঁর ছেলেরা হল, প্রথম শময়িয়, দ্বিতীয় যিহোষাবদ, তৃতীয় যোয়াহ, চতুর্থ সাখর, পঞ্চম নথনেল, ষষ্ঠ অম্মীয়েল, সপ্তম ইষাখর ও অষ্টম পিয়ূল্লতয়।

6 ওবেদ-ইদোমের ছেলে শময়িয়েরও কয়েকজন ছেলে ছিল; তাঁরা প্রত্যেকে তাঁদের বংশের নেতা ছিলেন, কারণ তাঁরা ছিলেন বীর যোদ্ধা।

7 শময়িয়ের ছেলেরা হল অৎনি, রফায়েল, ওবেদ, ইল্‌সাবদ। শময়িয়ের বংশের ইলীহূ আর সমথিয়ও ছিলেন শক্তিশালী লোক।

8 এঁরা সবাই ছিলেন ওবেদ-ইদোমের বংশের লোক। তাঁরা, তাঁদের ছেলেরা ও বংশের লোকেরা ছিলেন উপযুক্ত ও শক্তিশালী। ওবেদ-ইদোমের বংশের লোকেরা ছিলেন মোট বাষট্টিজন।